বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে জখম ও তার শ্লীলতাহানীর চেষ্টা করা হয়েছে৷ আহত গৃহবধূ মোসাঃ পারভীন বেগম (৪৫) বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের মোঃ হাবিবুর রহমান মুন্সীর সাথে জমি নিয়ে একই গ্রামের মোঃ নাছির হাওলাদারদের বিরোধ ও আদালতে মামলা চলে আসছে। নাছির হাওলাদার ও তার আত্নীয় জহিরুল ইসলাম তাদের জমি জবরদখলসহ জমির গাছপালা কেটে নেয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় তিনি জহিরুলদের বিরুদ্ধে ২ এপ্রিল বাকেরগঞ্জ থানায় সাধারণ ডাইরি করেন। ডাইরি নং-১১৬/২০২২।
বৃহস্পতিবার (১২ মে) দুপুর সাড়ে ৩ টার সময় হাবিবুর রহমান মুন্সীরা তাহার বসতঘরের পশ্চিম পাশের বাগান থেকে গাছ কাটার সময় নাছির হাওলাদারের স্ত্রী মুকুল বেগম, জহিরুল ইসলাম, আব্দুল মন্নাফ মুন্সী ও ছকিনা খাতুন বাঁধা দেয়। ওই সময় হাবিব মুন্সী বাড়িতে না থাকায় তার স্ত্রী পারভীন বেগম বাঁধা দিলে তাকে পিটিয়ে জখম করে এবং তাহার কাপড়চোপর টানাহেচরা করিয়া তাহার শ্লীলতাহানী করে। হামলাকারীরা তার কানে থাকা ১৬ হাজার টাকা মূল্যের স্বণের কানের দুল ছিনাইয়া নেয়। স্থানীয়রা তার ডাক-চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।
Leave a Reply