বাকেরগঞ্জ প্রতিনিধি।
বাকেরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্র সমাজের আয়োজনে সাহেবগঞ্জস্থ পল্লীভবনে সোমবার বিকেল ৪ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্রের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক এড. বসির আহম্মেদ সবুজ,যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, জাতীয় ছাত্র সমাজের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, কেন্দ্রিয় কমিটির সদস্য রেজাউল ইসলাম সুমন, ছাত্র সমাজ নেতা মোঃ রিয়াজ সিকদার, মোঃ শাওন ইসলাম, আবদুল্লাহ আল আজাদ, রেদওয়ান প্রমূখ। সভায় বক্তারা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপির হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় ছাত্র সমাজকে সুসংগঠিত করে দলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply