বাকেরগঞ্জ প্রতিনিধি।
জালিয়াতির মাধ্যমে ভূয়া নিলাম ডিক্রি, দলিল ও পর্চা সৃষ্টি করে অন্যের জমি আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম হাওলাদারসহ ৫ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। কারাগারে প্রেরণ করা অন্যান্য আসামীরা হলেন আব্দুর রশিদ হাওলাদার, আবুল হোসেন হাওলাদার, তৌহিদুল ইসলাম হাওলাদার, কহিনুর বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি ইলিয়াস বালী।
মামলার বাদী নরেন্দ্র নাথ নয়ন পাল সাংবাদিকদের জানান, তার ৭ একর পৈত্রিক জমি জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া ডিক্রি করেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন।
আজ বুধবার (২ ফেব্রুয়ারী) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম উপজেলার বামনীকাঠী এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
Leave a Reply