বাকেরগঞ্জ প্রতিনিধি।
বাকেরগঞ্জে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন ২০২০ বাস্তবায়নে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার জন্য রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, ইউপি সদস্য নাসরিন বেগম, মিনারা বেগম, লাভলী বেগম, মহিলালীগ নেত্রী নাজমা বেগম, সৈয়দা নাদিরা পারভীন, মারুফা আক্তার প্রমূখ অংশগ্রহন করেন।মানববন্ধন শেষে অপরাজিতারা তাদের দাবি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার নিকট স্মারকলিপি পেশ করেন।
Leave a Reply