নজরুল ইসলাম আলীম।
এবারে চাচাত ভাইদের বিরুদ্ধে চাচাত বোনের অভিযোগ পাওয়া গেছে। বাকেরগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায় যে, উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড় রঘুনাথপুর গ্রামে বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে।সূত্র জানায় বিগত ইউপি নির্বাচন-২০২১ এ ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড থেকে মোঃ মজিবর আকন মেম্বার পদে জয়লাভ করেন। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য মোঃ মজিবর আকনের পুত্র ১।মোঃ সোহাগ আকন,২।মোঃ রেজাউল আকন, মোঃ নাছির আকনের পুত্র ৩।রাজু আকন তাহাদের পিতা এবং চাচা মোঃ মজিবর আকনকে স্থানীয় মৃত সামসের আকনের পুত্র মোঃ দুলাল আকন গংরা নির্বাচনে ভোট দেয়নি বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে দোষারোপ করিয়া আসতেছিল। তারই জের ধরিয়া বিগত ১৩ ই অক্টোবর সকাল আনুমানিক ০৮ঃ০০ ঘটিকার সময় ইউপি সদস্য মজিবর আকনের পুত্র ১।মোঃ সোহাগ আকন,২।মোঃ রেজাউল আকন, মোঃ নাছির আকনের পুত্র ৩।রাজু আকন দ্বয়রা মোঃ দুলাল আকনের বসত ঘরের সামনে আসিয়া তাদের আগত নতুন মেহমানদের সম্মুক্ষে অশালীন ভাষায় গালাগালি করিয়া তাহাদের অনুষ্ঠান করিতে দিবেনা বলে হুমকি দেয়। তাহাতে দুলাল আকন প্রতিবাদ করলে বিবাদীরা তাহার বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ করিয়া ঘরের বেড়া সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করিয়া আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন এবং আল সাঈদ হাং এর স্ত্রী সিমু বোগমকে কিল-ঘুষি মারিয়া তাহার শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে বলে অভিযোগে উল্লেখ করেন। উক্ত বিষয়ে মোঃ সুমন খানের স্ত্রী সূবর্না আক্তার বাদী হয়ে গত ১৩ই অক্টোবর বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply