বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইউটিলিটি সার্ভিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বাকেরগঞ্জে উপজেলা বিএনপি পাঁচ ঘণ্টার প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (৩১মার্চ) বাকেরগঞ্জ টিএন্ডটি সড়ক সংলগ্ন মাঠে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন সিকদার, আব্দুস শুকুর বাচ্চু নেগাবান ও অধ্যক্ষ মশিউর রহমান মাসুদের নেতৃত্বে উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করেন।
গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান মোল্লা, বিএনপি নেতা লায়ন মোফাজ্জেল হোসেন জোমাদ্দার, রুহুল আমিন জোমাদ্দার, এড. মজিবর রহমান মোল্লা, আলাউদ্দিন জজ, স্বপন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, মাহমুদ মিজান, মোল্লা মাসুদ রানা, আবুল কালাম আজাদ শামিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ বসির হাওলাদার প্রমূখ।
গণঅনশন কর্মসূচিতে বক্তব্যে বিএনপি নেতা হারুন সিকদার বলেন, উপজেলা, পৌর বিএনপি ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ গণঅনশন কর্মসূচি পালন করছে। তিনি বলেন, চাল, সয়াবিন তেল, চিনি, ডাল ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় গত দুই মাস ধরে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কয়েকগুণ বেড়েছে এবং গ্যাস কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ানোর নতুন প্রস্তাব দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে দেশের মানুষ না খেয়ে মরে যাবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য সাধারণ মানুষের পক্ষে আমাদের আজকের এ গণঅনশন।
Leave a Reply