ডেস্ক রিপোর্ট
আদালত সূত্রে জানা যায় যে, বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড নিবাসী আনোয়ার ভূঁইয়ার বখাটে পুত্র মোঃ রায়হান ভূঁইয়া মাদক ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে যাহা বরিশাল থেকে প্রকাশিত দৈনিক তারুণ্যের বার্তার ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম খান আলীম কর্তৃক গত ৭ই সেপ্টেম্বর ” বাকেরগঞ্জের মাদক সম্রাট রায়হান ভূঁইয়া এখনো ধরাছোঁয়ার বাহিরে” শিরোনামে দৈনিক তারুণ্যের বার্তায় সংবাদ প্রকাশ করা হলে উক্ত সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকা সহ আরো বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়।উক্ত সংবাদ প্রকাশের কারণে গত ৭ই সেপ্টেম্বর পাদ্রীশিবপুর নিউমার্কেট হইতে পেশাগত দায়িত্ব পালনের জন্য মহেশপুর যাবার পথে বড় পুইউয়াটা (আন্দারমানিক) নামক স্থানে মাদক সম্রাট রায়হন সহ অজ্ঞাত নামা ৪/৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা মহাসড়কের ওপর সাংবাদিক নজরুল ইসলাম আলীমের পথ রোধ করে তার মোটরসাইকেল থেকে কলার ধরে নামিয়ে পিস্তল ও চাকু ঠেকিয়ে একটি ডি এস এল আর ক্যানন ক্যামেরা ছিনতাই করা সহ মামলার বাদীর ব্যবহৃত মোটরসাইকেলটি ভাংচুর করিলে বাদীর চিৎকারে মামলার স্বাক্ষী ও পথচারীরা বাদীকে মাদক সম্রাট রায়হান ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করেন।উক্ত কারনে সাংবাদিক নজরুল ইসলাম আলীম কিংকর্তব্যবিমূঢ় হয়ে মাদক সম্রাট রায়হানকে প্রধান আসামী করে অজ্ঞাতনাম ৪/৫ জনের বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে গ্রহন করেন।
Leave a Reply