দানিসুর রহমান লিমন।
আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সমাবেশ ও র্যালী করেছে ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার আছর নামাজ শেষে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড আল আমিন জামে মসজিদ থেকে র্যালীটি শুরু হয়। র্যালীতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়া।
র্যালী পূর্ব আলোচনা সভায় বক্তৃতায় তিনি বলেন, রমজান মানুষকে আত্মশুদ্ধি করে মানবিক হতে শিখায়। মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে অপরাধ, অনৈতিক বিষয়সহ সর্বপ্রকার কু-রিপু ও পাশবিকতা থেকে মুক্ত হয়ে স্বচ্চরিত্র অর্জন করে দয়াবান ও জনকল্যাণকামীরূমে নিজেকে প্রতিষ্ঠা করে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা রক্ষা করতে পারে। এজন্যই রমজানকে অপরিহার্য দেয়া হয়েছে। আত্মঅহংকার, বিলাসী চেতনা তথা কায়েমী স্বার্থবাদ ও ধনতন্ত্রের মূলোৎপাটনের জন্যই রমজানের আগমন। এক মাস সিয়াম সাধনার মাধ্যমেই নিজেকে আত্মশুদ্ধি করে মানবিক মূল্যবোধে পূর্ণ আদর্শ সমাজ বাস্তবায়ন প্রতিষ্ঠা করতে হবে।
নানান স্লোগানে মুখরিত র্যালীটি দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়৷
Leave a Reply