দানিসুর রহমান লিমন।
বরিশালের বাকেরগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় আব্দুল জব্বার হাওলাদার (৪৫) নামের একজন যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০.৫৫ মিনিটের সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও আত্নীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
তিনি শুক্রবার বিকেল ৫ টার সময় কলসকাঠী বাজার থেকে মোটর সাইকেল ড্রাইভ করে বাকেরগঞ্জ সদরে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে তুলাতলা ব্রিজের উপর পরে গিয়ে মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০.৫৫ মিনিটের সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, নিহত আব্দুল জব্বার হাওলাদার কলসকাঠী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন।
Leave a Reply