বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ-
বাকেরগঞ্জে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রুপান্তরের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। রুপান্তরের জেলা প্রকল্প সমন্বয়কারী নূর-ই-আজম হায়দারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক মাসুদ সিকদার, রুপান্তরের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান,কাউন্সিলর খান মোহাম্মাদ সেলিম প্রমূখ। সভায় নারীদের রাজনৈতিকভাবে ৩৩% ভূমিকা রাখা, রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহনের সুযোগ সৃষ্টিতে নেতৃবৃন্দের ভূমিকা রাখা, রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহনের সুযোগ সৃষ্টিতে নেতৃবৃন্দের ভূমিকা, নির্বাচনে নারীদের মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা ও রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাঁধাগুলি অপসারনের উদ্যোগ নিয়ে বিশদ আলোচনা করা হয়।
Leave a Reply