বাকেরগঞ্জ প্রতিনিধি।
বাকেরগঞ্জে উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিজান সরদারের গোয়ালঘরে দুর্বৃত্তরা রাতের আধারে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদশণ করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বটবালিগ্রামে মিজান সরদার ও ইদ্রিস সরদাররা একই বাড়ির লোক। তাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে মিজান সরদারের পিতা এস্কান্দার সরদারকে বেশ কয়েকবার মারধর করেন প্রতিপক্ষরা। সে ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকিয়া শালিষ বিচার করেন। কিন্তূ ইদ্রিস সরদার গংদের ক্ষোভ থেকে যায়। সেই থেকে সুযোগের অপেক্ষায় থাকে কিভাবে মামলা ক্ষয়ক্ষতি করা যায়। সেই আক্রোশের জের ধরে ২৬ মাচ রাত অনুমান ১টা ৩০মিনেটের সময় গোয়ালঘরে অগ্নিসংযোগ করে ইদ্রিস সরদার, ইউনুস সরদার, কাওছার সরদার, ইশান সরদাররা। এস্কান্দার সরদার তাদের বসতঘরের সাথে থাকা গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার করে। স্থানীয়রা এসে আগুন নিভাতে পারলেও ততক্ষনে আগুনে পুড়ে একটি গরু মারা যায়।
Leave a Reply