বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অব্যাহতি নিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সহ-প্রচার সম্পাদক ও কলসকাঠী ইউনিয়ন নতুন মোজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে বুধবার সন্ধ্যা ৭ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি নিজের শারিরীক ও মানসিক অসুস্থতার কারন দেখিয়ে উক্ত পদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, দুনিয়ার কোন উদ্দেশ্যে নয়, একান্তই স্বেচ্ছায় তিনি এ পদ থেকে অব্যাহতি নিয়েছেন। মনে প্রাণে তিনি বিশ্বাস করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহ অনুযায়ী একটি সহি সংগঠন। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগীতা করবেন এবং একজন মোজাহিদ হিসেবে মৃত্যুবরণ করার আশা ব্যক্ত করেন। পরিশেষে তিনি করোনা রোগ থেকে দেশবাসীর সুস্থতা কামনা করেছেন।
Leave a Reply