বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ-
বরিশালে জেলার বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা গ্রামে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে সাবেক মেম্বার নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে নাছির উদ্দিনকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বিধবা নারী শিউলীকে(ছদ্মনাম) উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার রাতে বিধবা শিউলীকে জোরপূর্বক ধষর্ণ করা হয়। ধর্ষণের ঘটনায় সোমবার রাতেই শিউলী বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী বলেন,টাকা ধার দেওয়ার নাম করে সাবেক মেম্বার নাছির উদ্দিন আমাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে আমাকে মারধর ও করে।
এদিকে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন বলেন, এক বিধবা নারীকে ধর্ষণ মামলায় নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply