মোঃরুবেলঃবানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ঈদুল ফিতর ও স্পোর্টিং ক্লাবের যুগপূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৬ মে) বিকালে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অনুষ্ঠিত ঘুড়ি কাটাকাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন প্রমুখ। বানারীপাড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও হারুন অর রশিদ, উপজেলা এনজিও সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস. মিজানুল ইসলাম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, ঘুড়ি প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার, সদস্য সচিব শামসুদ্দোহা তালুকদার, সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, পৌর কাউন্সিলর এস এম আকবর ও জাহিদ হোসেন সরদার, তুরান মিয়া, উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুনতাকিম লস্কর কায়েস, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী, ক্রীড়া সম্পাদক রিপন বণিক,প্রেস ক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন, প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝি, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন, সাংবাদিক আ. আউয়াল প্রমুখ। বানারীপাড়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. জলিল ঘরামীর লাল দল (১-০) পিরোজপুরের স্বরূপকাঠির ডা. অসাদুজ্জামানের সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।
Leave a Reply