বানারীপাড়া প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় শোকের মাস উপলক্ষে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাস্কর্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। পহেলা আগস্ট রবিবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর শহরের ডাক বাংলো মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ মোমবাতি প্রজ্বলন। এসময় বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা। জোটের সহ-সভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,কবি রুহুল আমিন তালুকদার,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জোটের সহ-সভাপতি সুজন মোল্লা, আওয়ামী লীগ ক্রিড়া সম্পাদক রিপন বনিক,যুবলীগ নেতা মশিউর রহমান সুমন ও তপু খান,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জোটের সাহিত্য সম্পাদক শফিক শাহিন প্রমূখ।
Leave a Reply