শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বুদ্বীপ থেকে গোপন সংবাদে ভিত্তিতে মাসুম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ওসি আব্দুল রাজ্জাক মোল্লার নেতৃত্বে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মোঃ কাদের ফরাজি’র ছেলে মোঃ মাসুম ফরাজিকে (৩৫) ১ কেজি গাঁজা সহ আটক করে বরিশাল ডিবির একটি টিম। ১০ আগস্ট মঙ্গলবার রাত ১২টায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলায়েত হোসেন, আবু হুরায়রা জিহান, সহকারী উপ-পরিদর্শক মোঃ কিবরিয়া, সদস্য মোঃ মশিউর, মোঃ বশির উদ্দিন, ও মোঃ রিয়াজ হোসেন এই অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাঁজা ও ইয়াবা সহ মাদকের রমরমা ব্যবসায় চলে আসছিল। বানারীপাড়া পৌর শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদক বিক্রেতাদের নেটওর্য়াক। আসামী মাসুম ফরাজিকে ডিবির উপ-পরিদর্শক মোঃ বেলায়েত হোসেন বাদী হয়ে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে আসামী মাসুম অনেকের নাম প্রকাশ করলে ও তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। ডিবি পুলিশ বানারীপাড়াশ এর আগেও বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে মাদক সেবী ও ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সফল হয়েছে। এ ব্যাপারে বরিশাল জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল রাজ্জাক মোল্লা বলেন, বরিশাল জেলা ডিবি পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান সবসময়ই অব্যাহত থাকবে।
Leave a Reply