বানারীপাড়া প্রতিনিধি ঃ-
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২১ টি মামলায় ১০ হাজার ৮০০ শত টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।২৪ জুলাই(শনিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত বরিশাল জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা।করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় সরকার কর্তৃক কঠোর বিধিনিষেধের ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত চলবে। তারই ধারাবাহিতায় ২৪ জুলাই লকডাউনের দ্বিতীয় দিনে
বানারীপাড়া উপজেলার চাখার বাজার ও বানারীপাড়া-বরিশাল সড়কে সরকারি নির্দেশ অমান্য করে যানবাহন চলাচল এবং বিকাল ৩ টা থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৩ টার পর কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ও যানবাহন চলাচল এর অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সকালে ১৫ টি মামলায় ৭৩০০ শত টাকা ও বিকালে ৬ টি মামলায় ৩৫০০ শত টাকা মোট ২১ টি মামলায় মোট ১০ হাজার ৮০০ শত টাকা জরিমানা কর হয়।উক্ত অভিযানে বানারীপাড়া থানার ইন্সপেক্টর(তদন্ত) জাফর আহমেদ ও উপ-পরিদর্শক(এস আই) অপুর্ব চন্দ্র দাস দায়িত্ব পালন করেন।এ সময় রিপন কুমার সাহা সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন ও জরুরী প্রয়োজনে স্বাস্থ্য-বিধি মেনে চলাচল করার জন্য অনুরোধ করেন।তিনি আরও বলেন সরকার কর্তৃক কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে আছে।
Leave a Reply