শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া সন্ধ্যানদীতে মা ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে ১ বছরের সাঁজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় বানারীপাড়া সন্ধ্যানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাঁজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার নেতৃত্বে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস অফিসার মোঃ আবুল কালাম আজাদ। ৪ হতে ২৫ অক্টোবর “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১” পরিচালিত হবে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিপনণ থেকে বিরত থাকার আইন জারি করে সরকর সেই আইন অমান্য করায় ৯ জন জেলেকে এ সাঁজা দেয়া হয়।
আসামীরা হলেন সঞ্জয় মন্ডল (২৮),হিরু লাল পাড় (২৬)রমেশ হালদার (২৬) যতীন বাড়ৈ (৪৫),অসীম হালদার ( ২৬),আব্দুর রহমান (৩৩),তপন দেউড়ি (৩৪),দিলীপ বিশ্বাস ( ৩২) ও মিঠুন বাড়ৈ (২২)। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সোমবার (৪ অক্টোবর) দুপুরে কারাদন্ডপ্রাপ্তদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়।
মা ইলিশ রক্ষার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
Leave a Reply