শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় সিপিএল সিজন-৩ ফুটবল খেলার স্পন্সর হলেন যুব নেতা মু.মুনতাকিম লস্কর কয়েস।১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বানারীপাড়ায় কলেজ মোড় প্রিমিয়ার লীগ (সিপিএল) সিজন-৩ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বানারীপাড়া সদর ইউনিয়ন বানারীপাড়া কিংসকে ৪-২ গোলে পরাজিত করে। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবলীগের অন্যতম যুব নেতা মু.মুনতাকিম লস্কর কায়েস এ ফুটবল খেলার স্পন্সর হলেন।খেলার পুর্বে বানারীপাড়া সদর ইউনিয়ন দলের খেলোয়ারদের জার্সি প্রদান করা হয়। প্রসঙ্গত বানারীপাড়া উপজেলার সাবেক এ ছাত্র নেতা সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানারীপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। উক্ত ফুটবল খেলায় রেফারি’র দায়িত্বে ছিলেন গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল।
মু.মুনতাকিম লস্কর কায়েস বলেন,”ক্রীড়া শক্তি ক্রীড়া ই বল মাদক ছেড়ে খেলতে চল”স্লোগানকে সামনে রেখে দামাল ছেলেদের উৎসাহ উদ্দীপনা দিয়ে সাহস জোগিয়ে তাদের জন্য ফুটবল খেলার জন্য সিপিএল সিজন-৩ ফুটবল খেলার স্পন্সর হয়েছি। যুব সমাজকে মাঠে ফিরাতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply