বানারীপাড়া প্রতিনিধি :: বরিশাল বানারীপাড়ায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলমের পক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।রবিবার পহেলা আগস্টের ভোরে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল প্রমুখ।এছাড়াও পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply