নিজস্ব প্রতিবেদক।
বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরউত্তর ভূতেরদিয়া গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ধরেই পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মাদ্রাসার সুপার কে গুরুতর জখম করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, মাওলানা মোঃ ফরিদ হাওলাদার ও সামসু হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পরিবারের মাঝে বিগত দিনে কয়েকবার ঝগড়া বিবাদ হয়েছে,যাহা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের দিকে মাওলানা মোঃ ফরিদ হাওলাদার স্থানীয় ভাংগারমুখ বাজারে তার ব্যাবসা প্রতিষ্ঠান ফার্মেসি বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে সামসু হাওলাদার, তার ছেলে নাঈম, ইমন সহ ৪/৫ জন অজ্ঞাতনামা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাওলানা মোঃ ফরিদ হাওলাদারের উপর হামলা চালায় এসময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত মোঃ ফরিদ হাওলাদার কে উদ্ধার করেন।হামলার কথা শুনে তাৎক্ষণিকভাবে। একই এলাকার বাসিন্দা বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বনী আমিন গুরুত্বর অবস্থায় মাওলানা মোঃ ফরিদ হাওলাদারকে নিজ তত্ত্বাবধায়নে বরিশাল শেবাচিম হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান,
ফরিদ হাওলাদারের মাথায় গুরুতর জখম করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালের ৫ম তলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতের পরিবার জানান,খরব পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু, ইউপি সদস্য সহ গনমান্য ব্যাক্তিরা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply