রিপন কান্তি গুণ,নেত্রকোনা,বারহাট্টা প্রতিনিধি।
“নাটক জীবনের কথা বলে,গড়ে তোলে অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলার বারহাট্টায় কংস থিয়েটারের ৩ যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৩মার্চ) রবিবার কংস থিয়েটারের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ৩ যুগপূর্তি উৎসব পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন,সাংস্কৃতিক অনুষ্ঠান,ফানুস উড়ানো,আতশবাজি,কংস থিয়েটার বারহাট্টার সদস্য পরিচিতি,কংস থিয়েটার গুণী জন সম্মাননা,আলোচনা সভা।
কংস থিয়েটার প্রাঙ্গণে কংস থিয়েটারের সভাপতি মোঃ মুখলেছুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শ্যামলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মে বাবুল, বারহাট্টা কলেজের প্রভাষক আমিনুল ইসলাম রিজভী প্রমুখ।
অনুষ্ঠানে মঞ্চস্থ হয় কংস থিয়েটারের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামলের রচনা ও নির্দেশনায় নাটক “দ্রোহ”।
Leave a Reply