রিপন কান্তি গুণ,নেত্রকোনা,বারহাট্টা প্রতিনিধি।
নেত্রকোণার বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।
আজ (৫ই জুন) সোমবার প্রধান অতিথি হিসেবে বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিুবল হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হান খান, মো. রুহুল আমীন ও মো. সবুর মিয়া, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক বজলুর রহমান এবং বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ক্ষুদে-শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। পরে চট্টগ্রামের সিতাকুন্ডে অগ্নীকান্ডে হতাহতের ঘটনার জন্য শোক নিবেদন করা হয়।
Leave a Reply