ইমন আল আহসান,কলাপাড়া প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউপির ২০২১-২০২২ অর্থ বছরে ঝাটকা আহরনে বিরত থাকা কার্ড ধারী ৮ শ’ জেলের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার১ (এপ্রিল) ইউপি এলকার প্রত্যেক কার্ড ধারী জেলেকে ৮০ কেজি হারে চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন,বালিয়াতলী ইউপি চেয়ারম্যা। এবি এম হুময়ূন কবির, ইউপি সদস্য ইসমাইল,রাকিবুল ইসলাম সোনা, নিজাম উদ্দিন, ইউসুব আলী, রিয়াজ মৃধা প্রমুখ। এসময় কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন বালিয়াতলী ইউপিতে কার্ডধারী ১১শ’ পাঁচ জেলে থাকলেও ৮শ’জেলের মাঝে ভিজিএফ’র চাল দেয়া হয়। এতে ৩শ’ পাচ জন জেলে এ ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত হয়েছে। বঞ্চিত এসব জেলেরা চালের জন্য ইউপি কার্যালয়ে আসলেও তাদেরকে চাল দেয়া সম্ভব হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে বঞ্চিত জেলেরা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এবি এম হুময়ূন কবির বলেন, ইউপি এলাকায় ১১শ’ পাঁচ জন কার্ডধারী জেলে রয়েছে। আরও অনেক জেলে রয়েছে যাদের নামে ভিজিএফ’র কার্ড হয়নি। তালিকাভূক্ত ১১শ’ পাচ জেলের মধ্যে ৮শ’জনের জন্য চাল বরাদ্ধ হয়েছে। যার ফলে প্রায় ৩ শতাধিক জেলে এই ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত হয়েছে। তবে এসব বঞ্চিত জেলেদের পরবর্তীতে দেয়া হবে।
Leave a Reply