সৈকত বাড়ৈ।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন বাহাদুরপুর শ্রী রামকৃষ্ণ বিশ্বাস ও শ্রীমতি শোভা রাণী রায় দম্পতি প্রতিষ্ঠিত ও পরিচালিত সর্বজনীন বৈদিক মন্দিরে বার্ষিক যজ্ঞানুষ্ঠান ও সনাতন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রী পার্থসারথি হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের অধ্যক্ষ শ্রী রনজিত বাড়ৈ। বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় প্রাতঃকালে বেদজ্ঞ পণ্ডিত শ্রী বীরেন্দ্রনাথ মণ্ডলের পৌরহিত্যে যজ্ঞবেদীতে বৈদিক যজ্ঞ অনুষ্ঠিত হয়। বেদমাতা শোভা রাণী পরিচালিত বৈদিক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের বেদমন্ত্র পাঠের পরে জ্ঞানগর্ভ আলোচনা করেন আচার্য শ্রী নারায়ণ চন্দ্র ঠাকুর, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ শ্রী দেবাশিস সরকার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী মহাদেব বসু, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শ্রী বিবেকানন্দ দাস, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্রী জ্যোতির্ময় বৈরাগী, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক শ্রী দিনেশ চন্দ্র জয়ধর, বেদাশ্রয়ী শ্রী সঞ্জিৎ কুমার আর্য, শ্রী পলাশ মজুমদার, শ্রী সন্দিপ গাইন টুটুল প্রমুখ।
Leave a Reply