বেতাগী প্রতিনিধি ঃ-
বরগুনা জেলার বেতাগী উপজেলার ৬নং কাজিরবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুমড়াখালী গ্রামের মৃত্যু রহমআলী হাওলাদারের মেয়ে “বিধবা শেফালী বেগম” দীর্ঘ একবছর ধরে “মরন ব্যাধি ক্যান্সারে” আক্রান্ত,
দীর্ঘ এক বছর যাবৎ তার চিকিৎসা করাতে প্রায় ১২ লক্ষ টাকা খরচ করা হয় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেনি।
আর্থিক অসচ্ছলতার কারনে তার দিনমজুর ছেলে, এখন আর তার চিকিৎসা করাতে পারছেনা মৃত্যু যন্ত্রণা নিয়ে বিনা চিকিৎসায় না মরে বেঁচে আছে শেফালী। তার উন্নত চিকিৎসার জন্য আরো অনেক টাকার দরকার। তাই সমাজের বিত্তবানদের কাছে হাতজোড় করে, আর্থিক সহায়তা চায় শেফালী।আপনাদের দয়া ও সহোযোগিতায় বাঁচতে চায় শেফালী। শেফালীর প্রতি দয়া করে আপনারা যে যেভাবে পারেন সহোযোগিতার হাত বাড়িয়ে দিন।আপনাদের একটু সহোযোগিতা ও মহান আল্লাহ রাব্বুল আলামীনের দয়ায় বেঁচে যেতে পারে শেফালীর প্রান। এই যন্ত্রণাদায়ক কষ্ট থেকে মুক্তি পেতে পারে শেফালী।
দয়া করে আপনারা শেফালী কে বাঁচান 🙏 শেফালী র জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।01714838034 (বিকাশ পার্সোনাল) এটা শেফালীর বোনের ছেলের নাম্বার।
Leave a Reply