নিজস্ব প্রতিবেদক ঃ-
কর্ণকাঠী জি,আর, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন (মধু) দীর্ঘদিন মুক্তিযোদ্ধা সংসদ, চরকাউয়া ইউনিয়নের প্রধানের দায়িত্বে পালন করে ছিলেন।
তিনি গত ৮ আগস্ট রাত ৮ ঘটিকায় পরিবার-পরিজনসহ হাজার হাজার শুভাকাঙ্ক্ষীকে কাঁদিয়ে পরলোকগমন করেন। পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে তার দাফন-কাফন সম্পন্ন হয়। তার মৃতুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মধু চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জরিত ছিলো, তার মৃত্যুতে চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন এর পক্ষে থেকে শোক প্রকাশ করেন। গত ১৩ আগস্ট শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে কর্ণকাঠী আম্মানিয়া এতিমখানায় দোয়া মোনাজাত ও এয়াতিমদের নিয়ে ভোজের আয়োজন করা হয়। উক্ত ভোজ অনুষ্ঠানে এতিমখানায় বসবাসরত ৩৬ জন এতিম ছাত্র সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের ছেলে মোঃ এস,এ, সুমন তার বাবার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং স্থানীয়দের মধ্য থেকে মোঃ জব্বার হাওলাদার, মোঃ জব্বার খলিফা, মোঃ মামুন সরদার, মোঃ তারিকুল ইসলাম রাসেল, মোঃ শাকিল হোসেন জিয়াসহ অনেকেই এতিমখানাটির দিকে সমাজের বিত্তবানসহ সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply