মোজাম্মেল হক লিটন,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টায় একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন,একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১), একই গ্রমের মোঃ কামাল উদ্দিনের ছেলে সাগর (২২), শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো.শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২) ও ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, দুটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিছ, একটি লোহার রড় ও একটি কান্তা (রড়ের মাথায় কাঁটাযুক্ত চাকা লাগানো বিশেষ অস্ত্র) জব্দ করা হয়। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা ডাকাতির উদ্দেশ্যে মধুরামপুর গ্রামের শুভর ঘরে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন,গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তাদের আদালতে হাজিরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply