ভাণ্ডারিয়া প্রতিনিধি :: ভাণ্ডারিয়ায় ১০২ পিস ইয়বাসহ মো. বখতিয়ার শরীফ (৫২) নামের এক মাদক কারবারী আটক করেছে থানা পুলিশ।
সে ভাণ্ডারিয়া পৌর শহরের ২নং ওয়ার্ডের কলেজ মোড় এলাকার জামিরতলা গ্রামের মৃত আব্দুল কাদের শরীফের ছেলে। শুক্রবার রাত দেড় টার দিকে তাকে আটক করে থানা পুলিশ ।
ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার (২৩জুলাই) রাত দেড়টার দিকে আটককৃতের বাড়ির রাস্তার সামনে ৪- ৫ জনের একটি দল মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও বখতিয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় আটকৃতের দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, সে একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বির”দ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর আগেও একটি অস্ত্র মামলায় ১৪ বছর সাজা ভোগ করে বের হয়।
এ ছাড়াও এর ৩ দিন আগে মাদক ব্যবসায়ী বখতিয়ারের ছেলে রাকীব শরীফ (২৩) কে ৩০ পিস ইয়াবা সহ আটক করা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply