মেহেদী তামিম, বরিশাল।
মহামারি করোনা ভাইরাস ( কোভিড ১৯) সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।সকাল অনুমান ১১ টার দিগে বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় উপস্হিত ছিলেন বরিশালের সিভিল সার্জন মনোয়ার হোসেন,শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ডাঃসাইফুল ইসলাম।সাংবাদিকদের মত বিনিময়ে জেলা প্রশাসক বলেন করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য বরিশালে ২ টি হাসপাতাল প্রস্তুত রয়েছে , একটি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বরিশাল সদর হাসপাতাল।আপনারা অবগত আছেন যে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসা দেয়ার জন্য ২০০ টি বেড ছিল, সেখানে আরো ১০০ টি বাড়িয়ে ৩০০ টি বেড করা হয়েছে, অন্যদিগে বরিশাল সদর হাসপাতালে ১০০ বেডের একটি ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে, এবং করোনায় গর্ভবতী মায়েদের মৃত্যুর কথা চিন্তা করে, বরিশাল কালিবাড়ী রোডে মা ও শিশু সমাজসেবা অধিদপ্তরে আলাদা ২০ সিটের একটি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হয়েছে। সাংবাদিক দের প্রশ্নের জবাবে ডাঃসাইফুল ইসলাম বলেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগিদের জন্য বড় সিলিন্ডার রয়েছে ৫৬০ টি আর ছোট সিলিন্ডার রয়েছে ৫৯৩ টি,মোটামুটি ভাবে আমরা রোগীদের সেবা দিতে পারছি।সভায় সিভিল সার্জন মনোয়ার হোসেন বলেন আগে জীবন তারপর জীবিকা, আপনার জীবন না থাকলে জীবিকা কিভাবে আসবে,তাই সবাইকে স্বাস্হবিধি মেনে চলাচল করতে হবে।জেলা প্রশাসক বলেন শুধু করোনার ভ্যাকসিন নিয়ে বসে থাকলে হবেনা, নিজে সচেতন হতে হবে অন্যকেও সচেতন করতে হবে,কেননা করোনার সরাসরি কোন চিকিৎসা নেই।স্বাস্হবিধি মানতে হবে,মাস্ক পরিধান করতে হবে,সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, হ্যান্ডস্যানিটাইজার ব্যাবহার করতে হবে এর দ্বারাই করোনা নিয়ন্ত্রন সম্ভব। তাই আমাদের সবাইকে ভ্যাকসিন নেওয়ার পাশাপাসি করোনার নিয়ন্ত্রনে সচেতন হতে হবে। উল্লেখ্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল আঃরব সেরনিয়াবাত প্রেশ ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ,আজকের বার্তার সম্পাদক কাজী বাবুল,তারুণ্যের বার্তার সম্পাদক আহমেদ রনি,তালাশ পএিকার সম্পাদক মারুফ হোসেন, সকালের বার্তার সম্পাদক শেখ শামিম সহ আরও অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ।
Leave a Reply