কনিকা আক্তার, শ্রীপুর প্রতিনিধি ঃ-
গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায়ীর নামে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছ।ভিডিওতে দেখা গেছে একজন মাদক সেবী যারা মাদক বিক্রি করে এমন কয়েকজন ব্যাক্তির নাম বলেছে।তার মধ্যে রয়েছে কাওরাইদ ইউনিয়ন যুবলীগের নেতা মামুন ফকিরের নাম।
মাদক বিক্রির সাথে জড়িত ঘটনার সংবাদ প্রকাশের পর জাকির মোড়ল নামে এক যুবকের সাথে কথা কাটাকাটি হয় মামুনের।জাকির মোড়ল উপজেলার কাওরাইদ এলাকার বাবুল মড়লের ছেলে।এক পর্যায়ে জাকির মড়লকে মারধোর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় যুবলীগ নেতা মামুন।এবং প্রাণনাশের হুমকি দেয়।এবিষয়ে জাকির মড়ল বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর সকালে মামুন ফকিরকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযুক্ত মামুন উপজেলার কাওরাইদ ফকির পাড়া এলাকার নিজাম উদ্দিন ফকিরের ছেলে।
এই বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply