আল আমিন স্বাধীন,স্টাফ রিপোর্টার
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে পুকুর খনন করে গাড়িতে করে রাস্তা দিয়ে মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি পড়ে বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হওয়াতে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (১০মে)সন্ধ্যা ৭ ঘটিকার সময় এ জরিমানা করা হয় ।
জানা গেছে,সৌদি প্রবাসী এনামুল হক নামে এক ব্যক্তি তার বাড়ির কাছে পুকুর খনন করছে এবং কাকড়া গাড়িতে করে মাটি বহন করে বিভিন্ন ইট ভাটায় ও বিভিন্ন যায়গাতে বিক্রি করে এসময় গাড়িতে করে যাওয়া মাটি গুলো পাকা রাস্তায় পড়ে। পরে মঙ্গলবার বিকালে বৃষ্টি হলে মাটি গুলো ভিজে যায় ফলে রাস্তা পিছলে হয়ে যায় আর রাস্তা দিয়ে মোটরসাইকেল,সাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচলের সময় দুর্ঘটনা ঘটছে। আর এ বিষয়ে মান্দা উপজেলার নির্বাহী অফিসারকে অতিবাহিত করা হলে সৌদি প্রবাসী এনামুল হককে এক লক্ষ টাকা জরিমানা করা হয় ।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সৌদি প্রবাসী এনামুল হককে এক লক্ষ টাকা জরিমানা করা হয় ।
Leave a Reply