আল আমিন স্বাধীন,স্টাফ রিপোর্টার।
নওগাঁর মান্দার তেঁতুলিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল এর তত্ত্বাবধানে ২৫৭৩ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ২৫৭৩ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । ভিজিডি কার্ডের এই চাল উদ্ভাবন করেন মান্দা সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম ।ও নং তেঁতুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।
২০২১-২০২২ অর্থবছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিডির কর্মসূচির আওতায় তেঁতুলিয়া ইউনিয়নে দুস্থ পরিবারদের ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয় ।
এসময় চাল নিতে আসা সকলকে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন নির্বাচিত করার পর আমিও সার্বক্ষণিক নানাভাবে আপনাদের জনসেবায় নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে ।
Leave a Reply