মির্জাগঞ্জ প্রতিনিধি ঃ-
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প এর সহযোগিতায় ১৩ সেপ্টেম্বর ২০২১ খ্রি: সকাল ১১.০০টায় মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদে জলবায়ু পরিবর্তন,দুর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়কর সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস এবং আরও উপস্থিত ছিলেন ইএএলজি প্রকল্পের জেলা পর্যায়ের প্রতিনিধি মোমেন খান। কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উক্ত কর্মসূচীর সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম (সুভিন), ইউপি সচিব, কাকড়াবুনিয়া ইউপি। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমুখ।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইএএলজি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করার এই কর্মসূচী ওয়ার্ড পর্যায়ে করা গেলে আরও বেশি কার্যকর হবে এবং অধিক সংখ্যক জনগণ জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ে সচেতন হতে পারবে। অনুষ্ঠানের মাঝে স্থানীয় জনগণকে এসব বিষয়ে আরও সচেতন করার জন্য স্থানীয় শিল্পীদের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, দুর্নীতি ও নারী নির্যাতন প্রতিরোধের উপর সচেতনতামূলক গান পরিবেশন করা হয়। পরিষদবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, শিক্ষক, কৃষক, গৃহিণী, ছাত্র-ছাত্রীসহ এলাকার অন্যান্য পেশার মানুষজন এই সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ক্যাম্পেইন শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply