বরিশাল প্রতিনিধি।
বরিশালে দুস্থদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে রক্তদানের অপেক্ষায় বরিশাল স্বেচ্ছাসেবী সংগঠন।
২০ এপ্রিল বুধবার বিকেল ৫ টা থেকে বরিশাল শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর,রিকশাচালক ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
এসময়ে ২শতাধিক মানুষের মাঝে প্যাকেট খাবার তৈরি করে তা পৌঁছে দিয়েছে মানুষের হাতে।উক্ত কার্যক্রম পরিচালনা করার সময়ে এডমিন শুভ আচার্য্য,এডমিন নুসরাত জাহান সুমা, মডারেটর ওয়াসি আহম্মেদ মুসা,মডারেটর তানজিন নাহার বৃষ্টি, মডারেটর আব্দুর রহমান (আনন্দ) এবং মডারেটর আবির খান উপস্থিত ছিলেন।
রক্ত দানের অপেক্ষায় বরিশাল এর সভাপতি শাহাদাত হোসাইন বলেন,পথচারী রোজাদারদের জন্য যে ইফতারের আয়োজন তা চলমান রয়েছে। সকলের সহযোগিতায় আমরা আশা করছি আমাদের এই কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপি চলমান থাকবে।
You need to take part in a contest for one of the highest quality sites on the net. I am going to recommend this site!