রাজাপুর প্রতিনিধি ঃ-
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান বানচালের চেষ্টায় স্থানীয় ছাত্রদল নেতা সহ দুইজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ৷ আটককৃতরা হলেন উপজেলার কাঠিপাড়া গ্রামের মৃত্য আলতাফ হোসেন এর ছেলে ছাত্রদল নেতা আফজাল হোসেন ও সহোদর ফয়সাল হোসেন। গ্রেফতারকৃত আফজাল হোসেন এর নামে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে৷
স্থানীয়রা জানান, ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় ও মাদ্রাসা কতৃপক্ষের আয়োজনে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করা হয়৷ সে অনুযায়ী আজ রোববার (১৫ আগষ্ট) সকালে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠানের প্রস্তুতি নিলে কাঠিপাড়া গ্রামের মৃত্য আলতাফ হোসেনের ছেলে ছাত্রদল নেতা আফজাল হোসেন ও ফয়সাল এর নেতৃত্ব স্থানীয় কিছু মাদক কারবারি চিহ্নিত সরকার বিরোধী কুচক্রী মহল একই স্থানে পিকনিকের নামে অনুষ্ঠান বানচাল করার জন্য অতর্কিত হামলা চালায়৷ এ সময় উপস্থিত কর্মীদের লাঞ্ছিত সহ জোড় পূর্বক মাইকের তার ছিড়ে বন্ধ করে দেয় ৷ অতর্কিত এ ঘটনায় তাৎক্ষণিক অনুষ্ঠান ছত্রভঙ্গ হয়ে যায় ৷ এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন৷ বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করলে স্থানীয় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন কাজল বাদী হয়ে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷
এ বিষয়ে রাজাপুর থানায় ওসি তদন্ত অনিমেষ মন্ডল জানান, আমরা ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেছি এবং আফজাল হোসেন ও ফয়সাল নামে দু’জনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন ৷
Leave a Reply