নিজস্ব প্রতিবেদক।।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আহম্মদ শাহরিয়ার বাবু’র প্রচারণার অস্থায়ী নির্বাচনী কার্যালয়। সোমবার ০৮ নভেম্বর মধ্য রাত আনুমানিক ১ টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন কড়াপুর গ্ৰামের কারিকরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল রাত ১২ টার দিকে তাঁরা অফিস থেকে বাড়ি ফিরে যান। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা জানতে পারেন, তাঁদের নির্বাচনের কার্যালয় আগুন দিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্থায়ী নির্বাচনী কার্যালয়টি তিন দিক থেকে কাপড় দিয়ে ঘেরা ছিল। আগুনে কাপড়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং অফিসের চেয়ার-টেবিল ভাংচুরসহ কার্যালয়ে লাগানো বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
এবিষয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আহম্মদ শাহরিয়ার বাবু বলেন, সাধারণ ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য রাতে সন্ত্রাসীরা তাঁদের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। তারা পূর্বের মত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চায়। তিনি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রসাশনের সুদৃষ্টি কামনা করছেন।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র জানান, নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে পুলিশের অনুসন্ধান চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Leave a Reply