নিজস্ব প্রতিবেদক।
বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আহম্মেদ শাহরিয়ার বাবু ও ইউপি সদস্যগণের অভিষেক অনুষ্ঠান সোমবার দুপুর ১২টায় পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।নবনির্বাচিত চেয়ারম্যান আহম্মেদ শাহরিয়ার বাবু সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বিসিসি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অভিষেক অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।সভায় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু তাঁর বক্তৃতায় বলেন,কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই জনগণের নেতা হিসাবে না জনগণের সেবক হিসাবে কাজ করবো। ইউনিয়নের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার স্বপ্ন দেখি এবং সেই ভাবে কাজ করবো। এছাড়াও মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গড়বো।
অনুষ্ঠানে অত্র ইউনিয়নের আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং বরিশাল আলফা-মাহিন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল, লাইন সম্পাদক কেএম মনিরুল ইসলাম অনু, সৈয়দ মিরাজ হোসেন সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply