কনিকা আক্তার,শ্রীপুর প্রতিনিধি ঃ-
গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার নিচে চাপা পড়ে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ সেপ্টেম্বর )রাতে নিহত রাজিব হাসান (২৩)। উপজেলার মাওনা ইউনিয়নের বেতঝুড়ি গ্রামের আজহারুল ইসলামের ছেলে। রাজিব পেশায় ফার্নিচার বিক্রেতা। এ ঘটনায় রাজিবের খালাতো ভাই শরিফ আহত হয়েছেন। শরিফের বাড়ি টাঙ্গাইলে। তিনি সম্প্রতি খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।রাজিবের চাচা আমজাদ হোসেন জানান, তৈরি ফার্নিচারের ব্যবসা করে বাবার সংসারে সহযোগিতা করছিল রাজিব। শনিবার রাতে ফার্নিচার ব্যবসার মালামাল আনতে মটরসাইকেল নিয়ে বারতোপার নিজ দোকান থেকে মাওনা চৌরাস্তায় যাচ্ছিল। এ সময় শরিফ তার পেছনে বসেছিল।মটরসাইকেল নিয়ে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ পিছন থেকে আসা অজ্ঞাত একটি কাভার্ডভ্যান। ওই কাভার্ডভ্যানের ধাক্কা খেয়ে মটরসাইকেলসহ ছিটকে অপর একটি অটোরিকশার নিচে চাপা পড়েন রাজিব ও শরিফ।স্থানীয়রা তাদের উদ্ধার করে আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শরিফকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বলে জানাজায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, দুর্ঘটনার খবরটি থানায় কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply