আগৈলঝাড়া প্রতিনিধি।
বরিশালের আগৈলঝাড়া উপজেলাধীন আহুতি বাটরা গ্রাম নিবাসী স্বনামধন্য সংগীতশিল্পী ও রামশীল কলেজের সংগীত বিভাগের প্রভাষক রজত লাল হালদারের গর্ভধারিণী মা, সুধীর রঞ্জন হালদার মহাশয়ের সহধর্মিণী, মেনকা রানী হালদার (৭১) গতকাল ২৯ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৫ঃ৩০ মিনিটের সময় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্বামী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি -নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সংগীতের প্রথম গুরু বিদুষী মাকে হারিয়ে শিল্পী রজত লাল হালদার পাগলপ্রায়।
আজ শনিবার ধর্মীয় রীতিনীতি ও সংস্কার অনুযায়ী প্রয়াতের নিজ বাড়ীতে সৎকারকার্য সম্পন্ন হয়। মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন -এর পক্ষ থেকে প্রয়াতের পরলোকগত আত্মার চিরশান্তি কামনা, শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
Leave a Reply