নিজস্ব প্রতিবেদক :: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও জনপ্রিয় অনলাইন নিউজ পোটাল আলোকিত প্রভাত পত্রিকা নির্বাহী সম্পাদক এবং বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদের ক্রিয়া-সম্পাদক তানজিমুন রিশাদ এর দাদা মোঃ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক আলোকিত প্রভাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাসুম বিল্লাহ। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করেন।পরিবার সুত্রে জানা যায়, সোমবার ( ০৯ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্ৰামে তার নিজ বাড়িতে তিনি বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । তার এ মৃত্যুতে এলাকা জুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply