আজহারুল ইসলাম সাদী,সাতক্ষীরা প্রতিনিধি।
আপনার অধিকার আপনার দায়িত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উৎযাপিত।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৮ টা ১০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে, সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবীর, দূর্নীতি দমন কমিশন এর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুর্শিদা আক্তার, সদস্য মোঃ সাকিবুর রহমান,মোঃ আব্দুর রব ওয়ার্ছি,বেগম মরিয়ম মান্নান, শেখ মোসফিকুর রহমান মিল্টন, প্রভাষক মোঃ রেজাউল করিম, অ্যাড মোছাঃ সেলিনা আক্তার,দূর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সুশাসনের জন্য নাগরিক সুজন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এ, বি, এম, সেলিম,উদীচী শিল্পী গোষ্ঠীর সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাকিবুর রহমান বাবলা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান,জেলা শিক্ষা অফিসার এসএম আবদুল্লাহ আল মামুন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা মোস্তফা জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস প্রমুখ।
সকাল ৯ টা ৩০ মিনিটে বিভিন্ন সরকারি দপ্তর ও রাষ্ট্রয়ত সংশ্লিষ্টদের মানববন্ধন,সকাল ৯ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দূর্নীতি মুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা, ১০ টা ৫০ মিনিটে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী ১৫ জন করে মোট ১৫০ শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply