মোল্লা মোঃ এম এ রানা নাটোর জেলা প্রতিনিধি।
চতুর্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন আগামী ২৩ ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে পছন্দের প্রার্থীদের ইত্যো মধ্যে দলীয় মনোনয়ন দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপজেলার ১১ টি ইউনিয়নের মনোনীত প্রার্থীরা হলেন, ১ নং শুকাশ ইউপির মকলেছুর রহমান (শুকাশ), ২ নং ডাহিয়া ইউপির হোসাইন আহমেদ ( বিয়াশ), ৩ নং ইটালী ইউপির হাফেজ আব্দুল গাফফার ( শালমারা), ৪ নং কলম ইউপির মাওলানা জহুরুল ইসলাম ( কৃষ্ঠপুর), ৫ নং চামারী ইউপির শাওন আহমেদ, ৬ নং হাতিয়ান্দদহ ইউপির জাহিদুল ইসলাম ( আচিলকোট), ৮ নং শেরকোল ইউপির আসাদুজ্জামান ( রাণীনগর), ৯ নং তাজপুর ইউপির সাইদুল ইসলাম ( রাখাল গাছা), ১০ নং চৌগ্রাম ইউপির গোলাম মোস্তফা ( ছোট চৌগ্রাম), ১১ নং ছাতার দিঘী ইউপির সাইফুল ইসলাম ( একডালা), ১২ নং রামানন্দ খাজুরা ইউপির হাফেজ জামিরুল রহমান ( ঝিঙা বাড়িয়া)।
মনোনীত প্রার্থীরা ইতোমধ্যে দলীয় প্রতীক হাত পাখার ভোট প্রার্থনা শুরু করেছেন। শনিবার বিকালে ১ নং শুকাশ ইউপির মনোনীত প্রার্থী মকলেছুর রহমান দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন বাজারে হাত পাখার ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে হাত পাখার ভোট চান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ সেলিম বলেন, আমরা ১২ টি ইউনিয়নেই মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে ১১ টি ইউনিয়নের মনোনয়ন চুড়ান্ত হয়েছে । দু এক দিনের মধ্যে বাকি ১ টি ইউনিয়নও চুড়ান্ত করা হবে। মনোনয়ন প্রার্থীরা হাত পাখার ভোট প্রার্থনায় মাঠে আছেন। প্রার্থীরা যাতে শান্তিপুর্ণভাবে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে পারেন এমন একটি ভালো পরিবেশের আশা করছি।
Leave a Reply