রিপন কান্তি গুণ,নেত্রকোন প্রতিনিধি।
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস পালন উপলক্ষে নেত্রকোনায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, মতিয়র রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র জনাব, আলহাজ্ব নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বাবু, ভজন সরকারসহ আরো অনেকে।
এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
Leave a Reply