মোজাম্মেল হক লিটন,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সেনবাগে ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কবির হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ এপ্রিল) রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের জালিয়াকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কবির হোসেন সেনবাগ উপজেলার ছাতারপাইয়ার জালিয়াকান্দি গ্রামের আকাব্বর সর্দার বাড়ির মৃত আবদুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে মাদক, গরুচুরিসহ ১৫টি মামলা রয়েছে। নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি রাতেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী অভিযান চালিয়ে আসামি কবির হোসেনকে গ্রেফতার করে। সোমবার (১৮ এপ্রিল) তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply