ডেক্স রিপোর্ট।
ইসলামে তালাককে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক এতোটাই অবনতি ঘটে যখন সম্পর্কের ইতি টানাই সমীচীন মনে হয়। ভাঙ্গনের ঢেউ আছড়ে পড়ে দুই মনের তীরে। আর এজন্যই ইসলাম তালাকের বিধানকে বৈধতা দিয়েছে। তবে ইসলামী শরীয়া আইনের সাথে বাংলাদেশের আইনের কিছুটা অমিল রয়েছে। বাংলাদেশের আদালতসমূহ বাংলাদেশের প্রচলিত আইনকেই অনুসরণ করে।
আমাদের মাঝে অনেকের ধারণা স্ত্রী যদি তালাক প্রদান করেন তাহলে স্বামীকে স্ত্রীর দেনমোহর পরিশোধ করার প্রয়োজন নেই।
গ্রামের অনেক সালিশে স্ত্রী কতৃক তালাক দেওয়ার কারণে স্ত্রী কোন দেনমোহর পান না। কিন্তু একজন স্ত্রী বিবাহের সঙ্গে সঙ্গেই এই দেনমোহরের পাওনাদার হন কোনভাবেই স্বামী দেনমোহর থেকে রেহাই পাবেন না। স্ত্রী তালাক প্রদান করে দেনমোহরের জন্য আবেদন করতে পারবে যদি স্বামী দিতে অস্বীকার করে তবে স্ত্রী আদালতের শরণাপন্ন হতে পারবে। স্বামী কোন ভাবেই দেনমোহর এর দাবি এড়াতে পারেন না।দেনমোহরের সাথে তালাকের কোন সম্পর্ক নেই। দেনমোহর সম্পূর্ণভাবে বিবাহের সাথে সম্পর্কিত।
Leave a Reply