আল আমিন স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ।
রাজশাহীর মোহনপুরের কামাপাড়া নামক স্থানে রাজশাহী টু নওগাঁ মহাসড়কের দুই পাশে অবৈধভাবে কাঠ মৌজুদ করেছে মিল মালিকরা আর এ সকল কাঠ মৌজুদ করা হয়েছে অনেকদিন থেকে সেগুলা দেখার যেন কেউ নেই। আর সেই জন্য প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা। প্রতিনিয়ত ঝরে যাচ্ছে অনেক প্রাণ।কামারপাড়া বাজারে গিয়ে দেখা যায় রাস্তার দুই পাশে বিভিন্ন গাছের গুলসহ কাঠ রাস্তার দু’পাশে পড়ে আছে এবং রাস্তার উপরে গাড়ি লোড করা হচ্ছে এই কাঠগুলো। কামারপাড়া বাজারের দুই পাশে অনেকগুলো কাঠের মিল গড়ে তুলা হয়েছে এবং তারা রাজশাহী টু নওগাঁ মহাসড়কের দু’পাশে রাস্তার উপর কাঠগুলো মৌজুদ করেছে ।
রায়ঘাটি ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ নাহিদ জানান,রাস্তায় সরকারি(খাস জমি) ব্যাবহার করে অনেক অবৈধ কাঠের মিল তৈরি করা হয়েছে এবং হাইওয়ের দুই পাশে অবৈধভাবে কাঠ মৌজুদ করা হয়েছে।এতে করে প্রতিনিয়ত অনেক দুর্ঘটনা ঘটছে।মিল মালিকদের অনেক বার বলার পরেও তারা কোন প্রতিকার না করায় এলাকার জনসাধারণ অনেক ক্ষিপ্ত হয়ে পড়েছে আর এই ঘটনা নিয়ে এখন বাজার উত্তপ্ত যেকোনো সময় মিল মালিকদের অনেক বড় ঝামেলার সৃষ্টি হতে পারে। পরে মিল মালিককে ফোন দিলে ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন বলেন রাস্তার দু’পাশে কাঠ রাখা হয়েছে এই পর্যন্ত কোন অভিযোগ করেনি তবে রাস্তার ওপর কাঠ মৌজুদ করা বেয়াইনি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply