হিজলা প্রতিনিধি।
বরিশালের হিজলা উপজেলায় ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। জানাযায় গত রবিবার দিবাগত রাত অনুমানিক ১০ টার সময় উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের ৫ নং চরজানপুর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ব্যবসায়ীদের কাছে থেকে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে যায়। ট্রলারে থাকা ফিরোজ মাঝি(৩৫),সবুজ হাওলার (৩০),দিদার হোসেন (২২) সহ কয়েকজনকে ডাকাত দল পিটিয়ে গুরুতর আহত করে। আহতরা হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত সবুজ হাওলাদার জানায় চরভৌরবের হায়দারগঞ্জ বাজার থেকে সয়াবিন ও গরু বিক্রি করে আসার পথে দুটি ট্রলারযোগে ১০/১৫ ডাকাত আমাদের উপর অতৎকিত হামলা চালায়।আমাদের সঙ্গে থাকা নগদ টাকা দিতে রাজি না হওয়ায় এলোপাতারী মারপিট করে হাত পা ভেঙ্গে দেয়।তিনি আরো জানায় ডাকাতদলের মধ্যে মানিক মাঝি,রমজান গোলদার,শাহাবুদ্দিন মাঝি,সফিজ উদ্দিন মাঝি,হালান মাঝিকে তারা চিনতে পারছেন।
এ ঘটনায় ফিরোজ মাঝি বাদী হয়ে হিজলা থানায় একটি অভিযোগ দায়ের করে।হিজলা গৌরবদী ইউপি সদস্য আবুল কালাম সরদার বলেন বরিবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় নদীর থেকে আমার বাড়িতে আসলে আমি তাদের হিজলা হাসপাতালে ভর্তি করি।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় ডাকাতি কিনা আমার জানা নেই।তবে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply