মোস্তফা কামাল সাদ্দাম,হিজলা প্রতিনিধ।
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দেয়া ঈদ উপহার হিসেবে গৃহ উপহার পেলেন বরিশালের হিজলা উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৭৮টি পরিবার।
মাননীয় প্রধানমন্ত্রী ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে সারাদেশে ৩২৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গৃহ প্রদানের উদ্বোধন শেষে,হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনাসভার শেষে বড়জালিয়ার ইউনিয়নে ১টি,গুয়াবাড়িয়া ইউনিয়নে ১৭টি, মেমানিয়া ইউনিয়নে ২৫টি,হিজলা গৌরব্দী ইউনিয়নে ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃরবিউল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,ইউপি চেয়ারম্যানগণ,বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মী,শিক্ষক, ইমাম,সুবিধাভোগী পরিবারের সদস্য সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
Leave a Reply