হিজলা প্রতিনিধি।
বরিশালের হিজলা উপজেলায় এক স্কুলের ছাত্রকে গাছে বেধে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের ৭৪ নং দক্ষিন চরমেমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর ছাত্র ওমর ফারুককে একই এলাকার রাজ্জাক মাঝির বকাটে ছেলে মুক্তার গাছের সাথে বেঁধে মারধর করে একপর্যায়ে শিক্ষকদের হস্তক্ষেপে প্রাণে বেঁচে গেলেও এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।পঞ্চম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্র ওমর ফারুকের। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিচার আশায় স্থানীয় অনেকের দারস্ত হয়ে ও পাইনি কোনো প্রতিকার। এ ঘটনায় নির্যাতিত শিশু ওমর ফারুকের মা জানায় গত বৃহস্পতিবার তার ছেলে স্কুলে যায়। তখন পার্শ্ববতি বাড়ির রাজ্জাক মাঝির বখাটে ছেলে মোক্তার স্কুলের ছাদে ডেকে নিয়ে বলে কথা না শুনলে ছাদ থেকে ফেলে দিবে। তখন বিদ্যালয়ে শিক্ষকরা শুনে মোক্তারকে শাষন করে। ওই ঘটনার জের ধরে উৎপেতে থেকে ওমর ফারুককে গত শুক্রবার জুম্মা নামাজ পরতে যাওয়ার পথে মুক্তার ও তার সহযোগীরা ওমর ফারুককে গাছের সাথে দড়ি দিয়ে বেধে অমানষিক নির্যাতন করে। তখন ওমর ফারুক ডাকচিৎকার দিলে মোক্তার ও তার সহযোগীরা পালিয়ে যায়।তিনি আরো জানায় এ ঘটনাটি মোক্তারের পরিবারকে অবহিত করলে তারা কোনো কর্ণপাত করেনি।ঘটনার সত্যতা স্কীকার করে মোক্তারের মা শাহিনুর বেগম বলেন ওমর ফারুককে গাছে বেধে নির্যাতন করা হয়েছে শুনেছি।তবে সেইদিনই আমার ছেলে মোক্তার তার বাবার খালিশপুর গ্রামে থাকে সেখানে চলে গেছে।ওর বাবা আসলে বিচার করা হবে। চরমেমানিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম জানায় এ ঘটনায় ওমর ফারুকের বাবা শাহে আলম আমাদের নিকট জানায়। তখন মোক্তারের পরিবারকে একটি সুষ্ট সমাধা করার লক্ষে ডাকলে তারা আসেনি।
Leave a Reply